Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
১) নতুন সংযোগ
বিস্তারিত

সেবার ধাপঃ-

১)   গ্রাহক নিজে তাহার নতুন সংযোগের জন্য অন-লাইনে আবেদন করবেন।

২)  নির্ধারিত অন-লাইন লিংক http://newconnection.wzpdcl.org.bd:9998   ঢুকে সকল নিয়ম মেনে আবেদন করতে হবে, আবেদনের বিস্তারিত নিয়ম ও প্রয়োজনীয় কাগজ পত্রের যাবতীয় তথ্য                                http://www.wzpdcl.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

৩)     আবেদনের প্রেক্ষিতে গৃহীত  পদক্ষেপের প্রতিটি ক্ষেত্রেই প্রদত্ত  মোবাইল নম্বরে  SMS  এর মাধ্যমে গ্রাহককে অবহিত করা হবে।

৪)    গ্রাহকের ইস্টিমেট ও ডিমান্ড অনুমোদনের পর গ্রাহককে ব্যাংকে অুমোদিন টাকা জমা দিতে হবে অনলাইন/ম্যানুয়্যাল পদ্ধতিতে।
৫    গ্রাহককে মিটার (ডাবল নিউট্রাল মিসিং) অফিসে সংশ্লিষ্ট  উপ-সহকারী প্রকৌশলীর কাছে জমা দিতে হবে।
৬)    গ্রাহককে সংশ্লিষ্ট ফিডারের হিসাব নম্বর প্রদান করতে হবে।
৭)    মিটার জমা হওয়ার ৩/৪ দিনের মধ্যেই গ্রাহকের আঙ্গিনায় মিটার স্থাপন করা হবে।