Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৪) সার্ভিস তার পরিবর্তন
বিস্তারিত

সেবার ধাপঃ

    ১) সার্ভিস তার পরিবর্তনের কারন উল্লেখ করে আবাসিক প্রকৌশলী, চরফ্যাসন বিদ্যুৎ সরবরাহ বরাবর সংশ্লিষ্ট ফিডারের উপ-সহকারী প্রকৌশলীর কাছে  আবেদন জমা দিতে  হবে।                      আবেদনে মোবাইল নম্বর ও গ্রাহকের  পুর্নাঙ্গ ঠিকানা উল্লেখ করতে হবে।

    ২)  উপ-সহকারী প্রকৌশলী   মিটারের সিল কেটে সার্ভিস তার পরিবর্তন করার অনুমতি চেয়ে নোটশীটে অনুমোদন নিবেন (উল্লেখ্য সার্ভিস তারে কোন জোড়া থাকতে পারবে না)।

    ৩) সরকার নির্ধারিত সার্ভিস তার পরিবর্তন ফি ( সিঙ্গেল ফেজ 585/- , থ্রি-ফেজ 1110/- ) মালামাল ব্যাতিত  ও টিটি  সিলের টাকা ব্যাংকে জমা দিতে হবে। 

    ৪) ব্যাংক জমা কপি উপ-সহকারী প্রকৌশলী হাতে পাওয়ার পরে সংশ্লিষ্ট লাইনম্যান দ্বারা উক্ত কাজ সমাধান করবেন।